রাজশাহীর উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে ১৬ দফা দাবি জানিয়েছে আ’লীগ

আজ বৃহস্পতিবার রাজশাহীর হরিয়ান চিনিকল মাঠে জনসভায় আসছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা । জনসভায় তিনি প্রধান অতিথি থেকে বক্তব্য দিবেন। তাঁর আগমন ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে। সভা সফল করতে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জনসভায় অন্তত পাঁচ লাখ নেতাকর্মী ও সমর্থকের আগমন ঘটবে বলে আশা করছে আওয়ামী লীগ। জনসভাস্থলসহ রাজশাহীজুড়ে প্রধানমন্ত্রীর ছবিসংবলিত বিভিন্ন ব্যানার, ফেস্টুন, পোস্টারে সাজানো হয়েছে।

রাজশাহীর উন্নয়নের কথা বিবেচনা করে আওয়ামী লীগের পক্ষ থেকে ১৬টি দাবির একটি তালিকা তৈরি করা হয়েছে। গতকাল বুধবার ওই তালিকা প্রধানমন্ত্রীর একান্ত ব্যক্তিগত সচিব সাইফুজ্জামান শিখরের হাতে তুলে দেওয়া হয়। রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে এক ধরনের উৎসবের আমেজ বিরাজ করছে। অন্যদিকে রাজশাহীর উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর কাছ থেকে নতুন কিছু প্রকল্পের ঘোষণা আসবে—সেদিক থেকেও অপেক্ষায় আছে রাজশাহীবাসী।

জানা গেছে, রাজশাহীর উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর কাছে আওয়ামী লীগের পক্ষ থেকে যে ১৬টি দাবি তুলে ধরা হয়েছে, তার মধ্যে রয়েছে রাজশাহী টেক্সটাইল মিল ও রাজশাহী সুগার মিলের উন্নয়ন, বন্ধ রেশম কারখানা চালু, রাজশাহীতে বিকেএসপি প্রতিষ্ঠা, বঙ্গবন্ধু সেতু থেকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত মহাসড়ক চার লেনে উন্নীত, রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের তৈরি করা ইত্যাদি।

সর্বশেষ ২০১৪ সালের ৮ ফেব্রুয়ারি রাজশাহীর চারঘাটে উপজেলা আওয়ামী লীগের জনসভায় যোগ দিয়েছিলেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাঝে ২০১৫ সালে বাংলাদেশ পুলিশ একাডেমিতে সমাপনী কুচকাওয়াজে অংশ নিতে একবার রাজশাহীতে আসেন প্রধানমন্ত্রী।

Leave a comment